....

..........
Wednesday, June 6, 2018
জুন মাসে পোপ ফ্রান্সিসের বিশেষ প্রার্থনার আহবানঃ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেন সামাজিক ঐক্য স্থাপনের জন্য কাজ করতে পারে যার ফলে সবাই যেন একে অপরের মধ্যে বিদ্যমান পার্থক্য সমূহকে সন্মান দেখায় ।
আসুন প্রার্থনা করিঃ
হে পরমকরুণাময় সৃষ্টিকর্তা তোমাকে ধন্যবাদ জানাই, তোমার সমস্ত সৃষ্টির আধিপত্ত তুমি মানব জাতিকে দিয়েছ। বর্তমান সভ্যতার অনন্য আবিষ্কার ইন্টারনেট তোমারই দান, যা একে অপরের কাছাকাছি আসা এবং সকল জাতির মাঝে সংহতি স্থাপনের একটি অপরিমেয় সম্ভাবনা তৈরি করেছে।
হে প্রভু আজ আমরা প্রার্থনা করি, তুমি আমাদের সেই জ্ঞানালোক দান কর যেন, এই ডিজিটাল নেটওয়ার্ক আমরা বৈষম্য সৃষ্টির জন্য ব্যবহার না করি বরং বিশ্ব মানবতাকে একত্রিত করার জন্য সমৃদ্ধময় একটি মজবুত প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারি।
বিশ্বের নানা প্রান্তে অসংখ্য মানুষ নির্যাতিত, নিপীড়িত, গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা যেন মানুষের দুঃখকষ্টের কথা বিশ্বনেতৃবৃন্দের নিকট পৌঁছে দিতে পারি, যেন বিশ্বশান্তি ¯’াপনের জন্য বিশ্বনেতৃবৃন্দ সমন্বিত ভাবে এগিয়ে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিও যেন সেই লক্ষ্যে কাজ করতে পারে যা বৈষম্য সৃষ্টি না করে প্রত্যেককে যার যার পার্থক্যসহ গ্রহণ করতে পারে এবং পার্থক্যগুলোকে সম্মান করে।
তোমার সকল দানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ক্ষুদ্র প্রার্থনা তোমার চরণে রাখি। তুমি আমাদের প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য কর। আমেন।
Labels:
Catechism,
Catholicism,
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment