এক্স-সেমিনারিয়ান ভাই ও তাদের সহধর্মিনীদের উপবাস কালীন প্রার্থনা অনুষ্ঠান:
আমাদের ৯ মার্চ ২০১৮ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভায় আগামী ২৩ মার্চ ২০১৮
খ্রি. তারিখ বিকেল ৪:০০ টায় সেন্ট খ্রীষ্টিনা গির্জায় এক্স-সেমিনারিয়ান ভাই
ও তাদের সহধর্মিনীদের নিয়ে উপবাস কালীন প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা
হয়েছে।
কর্মসূচি নিম্নরূপ:
বিকেল ৪:০০ - ৫:০০ প্রার্থনা সভা (পরিচালনায় ফা. প্রশান্ত টি. রিবেরু)
বিকেল ৫:০০- ৫:৪৫ ক্রুশের পথ
বিকেল ৫:৪৫ - ৬:০০ পবিত্র খ্রীষ্ট যাগ
বিকেল ৬:০০ - ৬:৪৫ মিটিং ও নুতন কার্যকরি কমিটি গঠন
আপনি ও আপনার সহধর্মিণী আন্তরিকভাবে আমন্ত্রিত।
নিম্নোক্ত ব্যক্তির নিকট আপনার উপস্থিতি নিশ্চিত করার অনুরোধ করছি:
রঞ্জন ফ্রান্সিস রোজারিও : 01713384047
চন্দন রোজারিও : 01766148877
প্রণয় পেরেরা: 01703161669
No comments:
Post a Comment